শরীয়তপুরের পরীক্ষাকেন্দ্রে গত বছরের প্রশ্নপত্র

শরীয়তপুরের একটি এসএসসি পরীক্ষাকেন্দ্রের পাঁচটি কক্ষে প্রথমে গত বছরের প্রশ্নপত্র; পরে চলতি বছরের প্রশ্নপত্র দেওয়া হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2018, 02:30 PM
Updated : 5 Feb 2018, 02:30 PM

সদর উপজেলার আংগারিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রসচিব আনোয়ার কামাল বলেন, প্রশ্নপত্র দেওয়ার পাঁচ থেকে সাত মিনিট পরে ভুল ধরা পড়ে। পরে সমস্যার সমাধান করা হয়েছে। এটা অনিচ্ছাকৃত ভুল।

মেহেদী, নিঝুম, মুক্তাসহ অনেক পরীক্ষার্থী অভিযোগ করেছেন, সোমবার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার শুরুতে তাদের ২০১৭ সালের প্রশ্নপত্র দেওয়া হয়। নির্ধারিত সময় থেকে ৩৫ মিনিট পরে তাদের ২০১৮ সালের প্রশ্নপত্র দেওয়া হয়।

কিন্তু নির্ধারিত সময় শেষে তাদের মাত্র ১০ মিনিট বাড়িয়ে দেওয়া হয় বলে তাদের অভিযোগ।

তবে কেন্দ্রসচিব আনোয়ার বলেন, যে সময়টুকু তাদের লোকসান হয়েছে তা তাদের বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা পরীক্ষায় কোনো প্রভাব ফেলবে না।