আন্দোলনের মুখে আইইউটি ভিসির পদত্যাগ

শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) উপচার্য অধ্যাপক মুনাজ আহমেদ নূর।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2018, 09:35 AM
Updated : 5 Feb 2018, 11:55 AM

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ওআইসির মহাসচিব ইউসুফ বিন আহমেদ আল ওথাইমিন বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে তিনি জানান।

মুনাজ আহমেদ বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী-শিক্ষার্থীদের অযৌক্তিক দাবি দাওয়ার সঙ্গে নীতির প্রশ্নে আপোষ করতে পারিনি, তাই বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে ভিসির পদ থেকে সরে দাঁড়িয়েছি।

“দুপুরে ই-মেইলের মাধ্যমে চ্যান্সেলর বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।”

২০১৬ সালে ১ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আইইউটির ভিসি হিসেবে যোগ দেন মুনায আহমেদ। এর আগে তিনি বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ছিলেন।

গত ২৩ জানুয়ারি থেকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করে ক্লাস বর্জন ও কর্মবিরতি শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা।