দৌলতদিয়া পারাপার স্বাভাবিক

কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে সাত ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।

রাজবাড়ী ও মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2018, 03:42 AM
Updated : 5 Feb 2018, 03:42 AM

সোমবার সকাল মাড়ে ৯ টার দিকে ফেরি পারাপার শুরু হয়েছে বলে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম জানন।

এর আগে কুয়াশার কারণে রোববার রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। পদ্মা নদীর মাঝে যানবাহনসহ বড় দুটি ফেরি আটকে ছিল।

খোরশেদ আলম বলেন, “ফেরি চলাচল শুরু হয়েছে, পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনগুলোও গন্থব্যে রওনা হয়েছে।”

আর অন্য দিনের মতো সোমবার শিমুলিয়া-কাওড়াকান্দিতে কুয়াশার তীব্রতা না থাকায় রাতের পর থেকে ফেরি পারাপার বিঘ্নিত হয়নি।

দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানীসহ দেশের পূর্বাঞ্চলের সড়ক যোগাযোগের ক্ষেত্রে পদ্মা পারাপারের গুরুত্বপূর্ণ পথ দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-কাওড়াকান্দি।

শীত মৌসুমে এসব নৌপথে ঘন কুয়াশার কারণে প্রায়ই পারাপার বিঘ্নিত হয়।