গাজীপুরে সাফারি পার্কে জেব্রা শাবকের জন্ম

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দ্বিতীয় জেব্রা শাবকের জন্ম হয়েছে।

আবুল হোসেন গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2018, 03:23 PM
Updated : 4 Feb 2018, 03:23 PM

সাফারি পার্কের সুপারভাইজার মো. সরোয়ার হোসেন খান জানান, রোববার ভোরে শাবকটির জন্ম হয়। এ নিয়ে পার্কে জেব্রার সংখ্যা হলো ১৩।

এর আগে গত বছরের ১৪ মে এ পার্কে প্রথম জেব্রা শাবকের জন্ম হয়েছিল বলে তিনি জানান।

সরোয়ার জানান, জন্মের দুই মিনিট পর থেকে শাবকটি মায়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। বাচ্চাটি মাদি না পুরুষ তা এখনও দেখা হয়নি। শাবক ৬/৭ মাস পর্যন্ত মায়ের দুধ পান করে থাকে। তবে এক মাস পর থেকে শাবক ঘাস খেতে অভ্যস্ত হয়। এক বছর থেকে তিন বছর বয়সী জেব্রা প্রজননক্ষম হয়।

“ঘাসযুক্ত তৃণভূমি জেব্রার বেশি পছন্দ। গুল্ম ও বিরুৎ জাতীয় উদ্ভিদ ছাড়াও তারা ঘাস বেশি খায়। জেব্রার আয়ুষ্কাল  প্রাকৃতিক পরিবেশে ২০ বছর এবং আবদ্ধ পরিবেশে প্রায় ৪০ বছর।”

সব জেব্রা দেখতে এক রকম মনে হলেও তাদের শরীরের ডোরা কখনও এক হয় না বলে জানান সরোয়ার।

সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. শামসুল আজম জানান, ২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে ১১টি জেব্রা দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয়েছে।