রাবিতে ছাত্রলীগের অনুষদ ও বিভাগ কমিটি

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ প্রথমবারের মতো অনুষদ ও বিভাগভিত্তিক কমিটি করেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2018, 03:08 PM
Updated : 4 Feb 2018, 03:08 PM

রোববার বিকালে পাঁচটি অনুষদ ও ১৩টি বিভাগের কমিটি ষোষণা করা হয় বলে সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু জানান।

অনুষদগুলো হলো আইন, কলা, ব্যবসায় শিক্ষা, প্রকৌশল ও সামাজিক বিজ্ঞান।

এছাড়া ১৩টি বিভাগ হলো ফিন্যান্স, ফোকলোর, ইতিহাস, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, আরবি, মার্কেটিং, ফলিত রসায়ন ও রসায়ন, আইন, ফারসি ভাষা ও সাহিত্য, ম্যানেজমেন্ট স্টাডিজ, বাংলা এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি।

ফয়সাল আহমেদ রুনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আমরা এই প্রথম অনুষদ ও বিভাগভিত্তিক কমিটি দিয়েছি। প্রথমে পাঁচটি অনুষদ ও ১৩টি বিভাগের কমিটি দিয়েছি। দুয়েকদিনের মধ্যে অন্য অনুষদ ও বিভাগের কমিটি ষোষণা করা হবে।”

কমিটি দেওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, “অনেক ত্যাগী কর্মীকে অনেক সময় মূল্যায়ন করা হয় না। এ কমিটি ঘোষণা করার মাধ্যমে আমরা তাদেরকে মূল্যায়ন করেছি। এছাড়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কার্যক্রমকে গতিশীল করাও এর একটি কারণ।”