রাবির সমাবর্তন ২৪ মার্চ

আগামী ২৪ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দশম সমাবর্তন অনুষ্ঠিত হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2018, 01:40 PM
Updated : 3 Feb 2018, 01:40 PM

শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান এ তথ্য জানান।

এর আগে ২০১৬ সালে বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তন আয়োজনের প্রক্রিয়া শুরু হয়ে নিবন্ধন প্রক্রিয়াও চলে। সাবেক উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহানকে আহ্বায়ক করে সমাবর্তন প্রস্তুতি কমিটিও গঠন করা হলেও সমাবর্তন বক্তা ও প্রশাসনিক জটিলতায় স্থগিত হয়ে যায় তা।

উপাচার্য বলেন, “সমন্বিত ভর্তি পরীক্ষার বিষয়ে বঙ্গভবনে গিয়েছিলাম। সেখানে রাষ্ট্রপতিকে সমাবর্তনের বিষয়ে বলেছি। তিনি সমাবর্তনের তারিখ হিসেবে ২৪ মার্চের পক্ষে মত দিয়েছেন।

“পূর্ব নির্ধারিত দশম সমাবর্তনে রাষ্ট্রপতি উপস্থিত থাকতে পারবেন না জানিয়ে তার প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রীকে সভাপতিত্ব করার নির্দেশ দিয়ে আগেই প্রজ্ঞাপন জারি হয়েছে বিধায় তিনি থাকছেন না।”

তবে সমাবর্তনে মূল বক্তা কে হচ্ছেন সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

এরআগে ২০১৫ সালের ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের নবম সমাবর্তন অনুষ্ঠিত হয়। এতে ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস, এমফিল ও পিএইচডি উত্তীর্ণরা অংশ নেন।