গাইবান্ধায় ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট

গাইবান্ধায় ওষুধ বিক্রেতাদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে ও বিচার দাবিতে ওষুধ কেনাবেচা বন্ধ রয়েছে।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2018, 02:41 PM
Updated : 2 Feb 2018, 02:41 PM

জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বৃহস্পতিবার বিকালে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘটের ডাক দেয়।

সমিতির সভাপতি আব্দুর রশিদ সরকার বলেন, বৃহস্পতিবার দুপুরের দিকে শহরের পুরাতন জেলখানা রোডে আর কে ট্রেডিং নামে ওষুধের দোকানের সামনে একটি অটোরিকশাচালকের সঙ্গে গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তানজিল আহমেদের বোনের ভাড়া নিয়ে দ্বন্দ্ব বাধে।

“এ সময় আর কে ট্রেডিংয়ের মালিক রুহুল আমিন দ্বন্দ্ব থামানোর চেষ্টা করেন। এর কিছুক্ষণ পর ছাত্রলীগ নেতা তানজিল দলবল নিয়ে গিয়ে রুহুলের কাছে চাঁদা দাবি করেন। তাছাড়া তারা তাকে লাঞ্ছিত করেন।”

তবে জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাহাত মাহমুদ রণি বলেন, “ওষুধ বিক্রেতা রুহুল অটোরিকশাচালকের পক্ষ নিয়ে তানজিলের বোনকে চড়-থাপড় মারেন। খবর পেয়ে তানজিল গিয়ে প্রতিবাদ করেছেন শুধু। চাঁদা চাননি।”

এ ঘটনায় শহরে উত্তেজনা দেখা দিলে উভয় পক্ষকে থানায় ডাকা হয় মীমাংসার জন্য।

রশিদ সরকার বলেন, “বিকালে মীমাংসা বৈঠকে যোগ দিতে থানায় যাওয়ার পথে জেলা পরিষদ মোড়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের ওপর হামলা চালায়।

“হামলায় সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম আহত হন। তাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

এই হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে ধর্মঘট ডাকা হয় বলে তিনি জানান।