নরসিংদীতে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ৪ পুলিশ রিমান্ডে

নরসিংদীতে এক প্রবাসীর গাড়িতে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার চার পুলিশসহ সাতজনকে রিমান্ডে পাঠিয়েছে আদালত।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2018, 01:43 PM
Updated : 1 Feb 2018, 01:43 PM

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপম কুমার সরকার বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন জানালে শুনানি শেষে চার পুলিশ সদস্যের তিনদিন এবং অন্যদের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

এরা হলেন রায়পুরা থানার এসআই শাখাওয়াত হোসেন, আজহারুল ইসলাম, কনস্টেবল মাইনুল ইসলাম ও কনস্টেবল সাইদুল ইসলাম, গাড়িচালক নূর মোহাম্মদ, নুরুজ্জামান ও সাদেক মিয়া।

শুক্রবার রাতে নরসিংদীর রায়পুরা উপজেলার হাইরমারা গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. সোহেল বাড়ি ফেরার সময় তার গাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা সদর উপজেলার সাহেপ্রতাব এলাকায় বিএল ফিলিং স্টেশন থেকে গাড়িতে ওঠে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইদুর রহমান জানান, পরে তার আত্মীয় শাহজাহান অভিযোগ দিলে গোয়েন্দা পুলিশ অভিযানে নামে।

“ফিলিং স্টেশনের সিসিটিভির ফুটেজ দেখে ঘটনার সত্যতা যাচাই করা হয়। পরে রায়পুরা থানার চার পুলিশসহ সাতজনকে চিহ্নিত করে গোয়েন্দা পুলিশ সারারাত অভিযান চালিয়ে ডাকাতিতে ব্যবহৃত গাড়ি, লুট হওয়া ১০০ গ্রাম ওজনের সোনার বার, ২৯ হাজার ২৫৫ টাকা উদ্ধার করে।”

এ ঘটনায় শাহজাহান বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেছেন বলে তিনি জানান।