গ্যাস সরবরাহ নেই, যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ

গ্যাস সরবরাহ না থাকায় দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান জামালপুরের যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2018, 12:17 PM
Updated : 1 Feb 2018, 12:17 PM

বুধবার গভীর রাতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মাহবুবা সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানান, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বুধবার রাত ১টায় কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করেছে। গভীর রাতে তরিঘরি করে কারখানার উৎপাদন বন্ধ করা হয়।

এ কারখানা প্রতিদিন এক হাজার ৭শ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন ক্ষমতাসম্পন্ন বলে জানান তিনি।