ছয় লাখ আনসার-ভিডিপির প্রশিক্ষণ হবে: মহাপরিচালক

জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ছয় লাখ আনসার-ভিডিপি সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2018, 10:41 AM
Updated : 1 Feb 2018, 10:41 AM

বৃহস্পতিবার গাজীপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি একথা জানান।

যেকোনো সময় আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের নির্দেশনা পেলে এই বাহিনীর সদস্যরা মাঠ পর্যায়ে কাজ করবে বলেও তিনি জানান। 

মহাপরিচালক প্রশিক্ষণার্থী আনসারদের উদ্দেশে বলেন, তোমরা প্রত্যেকে স্মার্ট কার্ড পাবে এবং ডিজিটাল পদ্ধতিতে তোমাদের কাছে অফার পৌঁছাবে।

“আমি আশা করব অফার পাওয়ার পর তোমরা তাৎক্ষণিকভাবে তোমাদের নির্ধারিত কর্মস্থলে যোগদান করবে। তোমরা নিজ বিভাগে অংগীভূত হবে, তবে নিজ জেলায় অংগীভূত হওয়া যাবে না।”

এ সময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ নূরুল আলম, উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্ণেল মহিউদ্দিন মো. জাবেদ, উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) একেএম মিজানুর রহমান, উপ-মহাপরিচালক (অপারেশন) দিলীপ কুমার বিশ্বাস, উপ-মহাপরিচালক একাডেমি (ভারপ্রাপ্ত) সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি আনসারদের প্যারেড পরিদর্শন করেন এবং কৃতী ও চৌকস প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন।

এক হাজার ৪৩০ জন সাধারণ আনসার সদস্য ১০ সপ্তাহ মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন।