হবিগঞ্জে হাঙ্গামার দায়ে ৫ জনকে দণ্ড

হবিগঞ্জের বাহুবল উপজেলায় হাঙ্গামা সৃষ্টির দায়ে কয়েকজনকে জরিমানাসহ পাঁচজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2018, 06:12 PM
Updated : 29 Jan 2018, 06:12 PM

বাহুবল থানার ওসি মো. মাসুক আলী জানান, সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জসিম উদ্দীন এ দণ্ড দেন।

এর আগে সকালে উপজেলার স্নানঘাট গ্রামে অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করা হয় জানিয়ে তিনি বলেন, বিচারক তাদের মধ্যে পাঁচজনকে এক মাস করে দণ্ড দিয়েছেন।

তারা হলেন - উত্তর স্নানঘাট গ্রামের ইসলাম উদ্দিন (২৫), শাহিন মিয়া (৩২), সুলতান মিয়া (৫০), ছালেক মিয়া (৩৫) ও শমসের আলীকে (৩০)।

আর ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে একই গ্রামের আব্দুল মুহিত (২৯), আজগর আলী (৩৭), তাহির আলী (৪২), তাজুদ আলী (৫০), ওলি মিয়া (২৭) ও মহিন উদ্দিনকে (২৪)।

একই গ্রামের হাছন আলীকে পাঁচ হাজার ও বাগদাইর গ্রামের আনোয়ার মিয়া (৩২) ও আব্দুল খালেককে (২০) ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অন্য পাঁচজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় জানিয়ে ওসি মাসুক বলেন, “দাঙ্গা-হাঙ্গামা রোধ করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আটক অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ র‌্যাব, গোয়েন্দা ও বাহুবলের ইউএনও ছিলেন বলে জানান ওসি মাসুক।