সাত দিন পর পাওয়া গেছে দিনাজপুরের সেই দুই বোনকে

সাত দিন নিখোঁজ থাকার পর পাওয়া গেছে দিনাজপুরের সেই দুই বোনকে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2018, 12:30 PM
Updated : 29 Jan 2018, 12:30 PM

সোমবার দুপুরে ফুলবাড়ী উপজেলা থেকে তাদের উদ্ধার করা হয় বলে দিনাজপুরের পুলিশ সুপার হামিদুল আলম জানান।

তবে তারা অপহৃত হয়েছিল কি না বিষয়টি স্পষ্ট নয় বলে জানান তিনি।

পুলিশ সুপার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর চৌধুরীপাড়ার একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়েছে।

“আটক স্থান থেকে বড় মেয়েটি পালিয়ে এসে ওই বাড়িতে আশ্রয় নিয়ে তার বাবাকে মোবাইল ফোনে খবর দিয়েছে এমন তথ্যে পুলিশ সেখান থেকে তাদের উদ্ধার করে।”

তিনি বলেন, “তবে বড় মেয়েটির অসংলগ্নকথা-বার্তায় এখনও স্পষ্ট নয় তারা অপহৃত হয়েছিল নাকি কেউ উদ্দেশ্যমূলকভাবে তাদের লুকিয়ে রেখেছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

দুজনেই শিশু হওয়ায় জিজ্ঞাসাবাদ করে প্রকৃত ঘটনা উদঘাটনে সময় লাগবে বলে পুলিশ সুপার হামিদুল আলম জানান।

শহরের কসবা ফকিরপাড়া এলাকার এক ভ্যান চালকের ১২ বছর ও চার বছর বয়সী দুই মেয়ে বাড়ির পাশে খেলতে গিয়ে গত ২২ জানুয়ারি নিখোঁজ হয়। এ ঘটনায় অপহরণের অভিযোগে গত ২৪ জানুয়ারি চারজনকে আসামি করে মামলা করে তাদের বাবা।

পরে পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করলেও তাদের কাছ থেকে কোনো তথ্য পায়নি।