ছয়দিন ধরে নিখোঁজ দুই বোন, অপহরণের মামলা

দিনাজপুর শহরে এক ভ্যান চালকের দুই মেয়েকে ছয়দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2018, 12:04 PM
Updated : 27 Jan 2018, 12:04 PM

এঘটনায় পরিবারের পক্ষ থেকে অপহরণের মামলার পর পুলিশ চারজনকে আটক করলেও শনিবারও সন্ধান পাওয়া যায়নি শিশু দুটির।

শহরের কসবা ফকিরপাড়া এলাকার এক ভ্যান চালকের ১২ ও ৪ বছর বয়সী দুই মেয়ে গত ২২ জানুয়ারি বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়।

ওই ভ্যান চালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২২ জানুয়ারি দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে দুই মেয়ে নিখোঁজ হলে ওই দিনই কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন। পরে ২৪ জানুয়ারি চার জনকে আসামি করে একটি অপহরণ মামলা করেন।

এবিষয়ে কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার পর স্থানীয়রা শুক্রবার এক আসামি মাদক বিক্রেতা লিটনকে আটক করে পুলিশে দিয়েছে। পরে সন্ধ্যায় বাকি তিন আসামি জান্নাতুল ফেরদৌস, রোখসানা ও নাজমা বেগমকে আটক করা হয়েছে।

তাদের জিজ্ঞাসাবাদ করা হলেও এখনও শিশু দুটির কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানান তিনি।

তবে স্থানীয় পৌর কাউন্সিলর রমজান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়দের হাতে আটক লিটন ওই দুই শিশুকে অপহরণের বিষয়টি স্বীকার করেছে।