গোপালগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জে ‘অধিপত্য বিস্তারের রিরোধে’ এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে; এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2018, 06:26 PM
Updated : 26 Jan 2018, 06:27 PM

মুকুসুদপুর থানার এসআই সালাহউদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাটিকামারী ইউনিয়নের বাহারা গ্রামের মাহাবুর মোল্লা (২৯) এই হত্যাকাণ্ডের শিকার হন।

এছাড়া মাহাবুরের ভাই হাবিব মোল্লাকেও (৩২) কুপিয়ে আহত করা হয়েছে বলে তিনি জানান।

ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মিরাজুল ইসলাম সাগর বলেন, এলাকায় অধিপত্য নিয়ে ওই গ্রামের আফসার মোল্লা ও আবুল খায়ের মোল্লার মধ্যে বিরোধ ছিল।

“সন্ধ্যায় আফসারের সমর্থক মাহাবুর ও তার ভাই হাবিব বাজার থেকে গ্রামে বাড়ি ফিরছিলেন। পথে খায়েরের লোকজন তাদের ধরে খায়ের মুরগির খামারে নিয়ে কুপিয়ে আহত করে। এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপতালে নিয়ে যায়।”

তবে হাসপাতালে নেওয়ার আগেই মাহাবুরের মৃত্যু হয় বলে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাসুদ করিম জানান।

তিনি বলেন, “মাহাবুরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার বুকে কোপের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। আর মাহাবুরের ভাই হাবিবকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

হত্যাকাণ্ডের পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে বলে এসআই সালাহউদ্দিন জানিয়েছেন।

তিনি বলেন, পুলিশের ঊর্ধ্বতকন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকাটি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।