খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মী গুলিতে আহত

খাগড়াছড়ি সদরে ইউনাইটেড পিপলস ডেমক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) এক কর্মী গুলিতে ‘ গুরুতর’ আহত হয়েছেন; যার জন্য প্রতিপক্ষকে দায়ী করছে সংগঠনটি।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2018, 12:52 PM
Updated : 26 Jan 2018, 12:52 PM

খাগড়াছড়ি সদর থানার ওসি তারেক মোহাম্মদ হান্নান জানান, শুক্রবার খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইল এলাকায় এ হামলা হয়। বলে ঘটনা ঘটে।

আহত শান্তিময় চাকমাকে চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি খাগড়াছড়ির পানছড়ি উপজেলার হরথপাড়ার বাসিন্দা চিন্তাভূষণ চাকমার ছেলে।

ওসি তারেক মোহাম্মদ জানান, “বেলা পৌনে ১১টার দিকে শান্তিময় চাকমা খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইলে যানবাহন থামিয়ে চাঁদা আদায় করছিল।

“এ সময় প্রতিপক্ষের সন্ত্রাসীরা দুটি পিকআপে করে এসে শান্তিময় চাকমাকে ধরে ফেলে এবং অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়।”

এখনও কেউ অভিযোগ নিয়ে আসেনি। তবে পুলিশ সন্ত্রাসীদের আটকের চেষ্টা করছে, বলেন ওসি।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নয়নময় ত্রিপুরা বলেন, “তার শরীরে তিনটি গুলিই রয়ে গেছে। অবস্থা আশংকাজনক।”

এ ঘটনার জন্য ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের মুখপাত্র নিরণ চাকমা এ ঘটনার জন্য নবগঠিত ইউপিডিএফকে (গণতান্ত্রিক) দায়ী করেন।

এছাড়া এ ঘটনার প্রতিবাদে ইউপিডিএফ (প্রসীত) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ বিকালে খাগড়াছড়ি শহরে বিক্ষোভ মিছিল করেছে।

স্বনির্ভর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের চেঙ্গি স্কয়ার ঘুরে এসে আবার স্বনির্ভরে সমাবেশ করে।

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক অমল বিকাশ চাকমা সমাবেশে বক্তব্য রাখেন।

এ ঘটনার জন্য তিনি ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করে দোষীদের শাস্তির দাবি জানান।

ইউপিডিএফ (গণতান্ত্রিক) আহবায়ক তপন কান্তি চাকমা ওরফে বর্মা এ ঘটনাকে ইউপিডিএফ-এর প্রসীত গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করেন।