শিক্ষাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলার ষড়যন্ত্রে বিএনপি: কাদের

বিএনপির বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলার যড়যন্ত্র করার অভিযোগ তুলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2018, 10:22 AM
Updated : 26 Jan 2018, 10:22 AM

শুক্রবার মানিকগঞ্জ শহরে দলের এক সভায় সেতুমন্ত্রী কাদের বলেন, “আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা চালানোর যড়যন্ত্র করছে। অতীতে অনেক ষড়যন্ত্র করেছে, অনেক মানুষকে পুড়িয়ে হত্যা করেছে।

“এরপরও তারা সফল হতে পারেনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ তাদের এই অপকর্মের জবাব দেবে।”

সাত আট মাস পরেই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে উল্লেখ করে কাদের বলেন, এ বছর সাম্প্রদায়িক অপশক্তির পরাজয়ের বছর। জনগণের ভোটে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের শক্তি আবার বিপুল ভোটে বিজয়ী হবে।

সদস্য সংগ্রহের বিষয়ে নেতা-কর্মীদের উদ্দেশে দলের সাধারণ সম্পাদক বলেন, “চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্যু, নেশাখোর, স্বাধীনতা বিরোধীদের দিয়ে দল ভারী করবেন না। জনগণের সঙ্গে ভালো আচরণ করবেন, আর ঐক্যবদ্ধ থাকবেন।”

এর আগে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দলের সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন ওবায়দুল কাদের।

সদস্য সংগ্রহ ও নবায়ন উপলক্ষে আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন তিনি।   

জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুন, উপদেষ্টামণ্ডলীর সদস্য মুকুল বোস, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সদস্য আখতারুজ্জামান প্রমুখ।

অন্যান্যের মধ্যে প্রেসিডিয়াম সদস্য আব্দুল মান্নান খান, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, স্থানীয় সাংসদ নাঈমুর রহমান দুর্জয় ও মমতাজ বেগমসহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।