নারায়ণগঞ্জে ডাকাতি, একজন আটক

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে; এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2018, 05:55 PM
Updated : 23 Jan 2018, 05:55 PM

ভোলাব পুলিশ তদন্তকেন্দ্রে এসআই সেলিম মিয়া জানান, সোমবার রাতে উপজেলার ভোলাব ইউনিয়নের মৈশানীর টেক এলাকায় আব্দুল হালিমের বাড়িতে ডাকাতির অভিযোগ পেয়েছেন তারা।

হালিম বলেন, রাত প্রায় ৩টার দিকে একদল ডাকাত তাদের টিনের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে।

“ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে আলমারি থেকে প্রায় পাঁচ ভরি সোনার গয়না, ৪৫ হাজার টাকাসহ কমপক্ষে তিন লাখ টাকার মালপত্র লুট করে। তারা যাওয়ার সময় কয়েকটি ককটেল ফাটিয়ে এলাকা আতঙ্ক সৃষ্টি করলে আশপাশে লোকজন এসে চারদিক দিয়ে ডাকাতদের ঘেরাও করে।”

তারা হিরণ মিয়া (৪০) নামে এক ডাকাতকে মারধর করে পুলিশে দেয় বলে তিনি জানান।

এসআই সেলিম বলেন, “পুলিশ ঘটনাস্থল থেকে চারটি ককটেলসহ হিরণকে আটক করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। লুট হওয়া মালপত্র উদ্ধার ও বাকি ডাকাতদের আটকের চেষ্টা চলছে।”