জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে অংশ নিতে হলেও তার দল বিএনপির সঙ্গে জোটে যাবে না।
Published : 23 Jan 2018, 08:12 PM
মঙ্গলবার দুপুরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।
এরশাদ বলেন, আগামী জাতীয় নির্বাচনে তার দল জোটগত বা এককভাবে অংশ নেবে কি না সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
জাতীয় পার্টির এককভাবে নির্বাচন করার প্রস্তুতি রয়েছে জানিয়ে তিনি বলেন, নিতান্তই যদি জোটগতভাবে নির্বাচনে অংশ নিতে হয় তবে বিএনপির সঙ্গে জোট করা হবে না।
তাহলে কোন দলের সঙ্গে জোট হবে-এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর বিশেষ দূত, “সেটা সময়ই বলে দেবে। তবে এটা নিশ্চিত জাতীয় পার্টি বিএনপির সঙ্গে হাত মেলাবে না। কারণ বিএনপি অনেক নির্যাতন-নিপীড়ন চালিয়েছে। সেকথা আমি ভুলে যাইনি।”
দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা না হলে বিএনপি নির্বাচনে যাবে না বলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হুঁশিয়ারি প্রসঙ্গে এরশাদ বলেন, অপরাধ করলে সাজা পেতে হবে, বিচার হবে।
সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, সহায়ক সরকারের দাবি নিয়ে বিএনপি নির্বাচনে আসুক আর না আসুক সংবিধান অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে।
“দশম সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। অস্তিত্ব টিকিয়ে রাখতে বিএনপি একাদশ সংসদ নির্বাচনে অংশ নেবে। আর বিএনপি যদি নির্বাচনে অংশ নাও নেয় জাতীয় পার্টি প্রস্তুত আছে।”
জাতীয় পার্টিসহ অন্যান্য দল অংশ নিলেই একাদশ সংসদ নির্বাচন দেশে-বিদেশে গ্রহণযোগ্যতা পাবে বলে মন্তব্য করেন এরশাদ।
এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙা, রংপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির উপস্থিত ছিলেন।