নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় ঢাবি ছাত্রের লাশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের লাশ পাওয়া গেছে, যাকে বাসা থেকে ফোনে ডেকে নেওয়ার পর আর পাওয়া যাচ্ছিল না।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2018, 10:04 AM
Updated : 22 Jan 2018, 12:50 PM

সোমবার সকালে উপজেলার বড়ালু গ্রামে নদী থেকে লাশটি উদ্ধার করা হয় বলে রূপগঞ্জ থানার ওসি সাজ্জাদুর রহমান জানান।

নিহত পারভেজ আহমেদ (২০) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র এবং বড়ালু এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

স্থানীয় মেঘনা শ্রমজীবী মাল্টিপারপার্স সমিতিতে মাঠকর্মী হিসেবে খণ্ডকালীন চাকরি করতেন তিনি।

এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মেঘনা শ্রমজীবী মাল্টিপারপার্সের কর্মচারী জাহাঙ্গীর, সোহাগ ও শারমিনকে আটক করেছে পুলিশ।

পরিবারের বরাত দিয়ে ওসি সাজ্জাদুর বলেন, পারভেজকে রোববার রাত ৮টার দিকে ফোন করে সমিতির টাকার হিসাবে বুঝিয়ে দেওয়ার জন্য ডেকে নিয়ে যায়। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি।

সোমবার সকালে মাল্টিপারপার্স সমিতির পেছনে শীতলক্ষ্যা নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের নারায়ণগঞ্জ সদর হাসাপাতাল মর্গে পাঠায় বলে জানান তিনি।

সমিতির টাকা পয়সা নিয়ে গণ্ডগোলের কারণে পারভেজকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন এ পুলিশ কর্মকর্তা।