ফতুল্লায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মোটরসাইকেল চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2018, 02:57 PM
Updated : 21 Jan 2018, 02:57 PM

রোববার ফতুল্লার ভোলাইল খালপার এলাকায় এই ঘটনা ঘটে বলে ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান।

নিহত রাসেল (৩৭) সৈয়দপুর সরদার বাড়ি এলাকার মৃত আলী বকসের ছেলে।

তার বড় ভাইয়ের অভিযোগ, রাসেলকে বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।

তবে পুলিশের দাবি, রাসেল সংঘবদ্ধ চোর চক্রের সদস্য।

রাসেলের বড় ভাই গোলাম হোসেন বলেন, রাসেল ভোলাইল এলাকায় মাকে নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করে সবজির ব্যবসা করে। শনিবার রাতে দুই ব্যক্তি এসে তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়।

“রোববার সকালে লোকজনের মাধ্যমে জানতে পারি, ওই এলাকার আলতাফ মিয়ার ছেলে ইমরান ও তানভীরসহ কয়েকজন মিলে মোটরসাইকেল চোর আখ্যা দিয়ে রাসেলকে পিটিয়ে আহত করেছে। পরে নারায়ণগঞ্জে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”

যারা তার ভাইকে পিটিয়ে হত্যা করেছে, তারা স্থানীয় লোক হওয়ায় চোর অপবাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ওসি কামাল বলেন, “সংঘবদ্ধ চোর চক্রের সদস্য রাসেল ও তার সহযোগী একটি মোটরসাইকেল চুরি করে পালানোর সময় এক নারী দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাকে পিটুনি দেয়। গুরুতর আহতাবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান।”

তবে এ সময় রাসেলে সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানান তিনি।