শার্শায় কমিউনিটি হেলথ কেয়ার কর্মীদের কর্মবিরতি অব্যাহত

চাকরি জাতীয়করণের দাবিতে যশোরের শার্শার কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডারদের (সিএইচপিসি) কর্মবিরতি অব্যাহত রয়েছে।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2018, 01:23 PM
Updated : 21 Jan 2018, 01:23 PM

রোববার কর্মবিরতির দ্বিতীয় দিন উপজেলার ৩৯টি কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবা কর্মসূচি বন্ধ থাকে।

বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সিএইচপিসি অ্যাসোসিয়েশন শার্শা শাখা শনিবার সকাল থেকে কর্মবিরতিসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অনির্দিষ্টকালের অবস্থান শুরু করে।

সিএইচপিসির শার্শার সমন্বয়ক ইয়ামিন আলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছয় বছর ধরে চাকরি করছি। প্রকল্পের আওতায় বেতন পাই।এ পর্যন্ত কোনো সরকারি সুযোগ সুবিধা এমনকি ইনক্রিমেন্ট পর্যন্ত আমরা পাই না।

“২০১৩ সালে সরকার আমাদের চাকরি জাতীয়করণের উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন করা হয়নি। বাধ্য হয়েই আমরা আন্দোলনে নেমেছি।”

সিএইচপিসির শার্শার সেক্রেটারি কামরুল হাসান সুমন বলেন, সোমবার পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তাদের অবস্থান কর্মবিরতি চলবে। মঙ্গলবার জেলা সিভিল সার্জন অফিসের সামনে এ কর্মসূচি পালন করা হবে।

এরপরও দাবি মানা না হলে শনিবার (২৭ জানুয়ারি) থেকে ঢাকা প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের হুঁশিযারি দেন কামরুল।

এ বিষয়ে জানতে চাইলে শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অশোক কুমার সাহা বলেন, সিএইচপিসিরা কর্মবিরতিতে থাকায় গ্রামীণ স্বাস্থ্য সেবা কর্মসূচি ব্যাহত হচ্ছে।