ইজতেমায় দায়িত্ব পালন করতে গিয়ে আহত দুই পুলিশ   

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমায় দায়িত্ব পালন করতে গিয়ে সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2018, 09:51 AM
Updated : 21 Jan 2018, 09:51 AM

রোববার দুপুরে টঙ্গীর সাহাজউদ্দিন সরকার স্কুল ভবনে ও মন্নুগেট এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- ঢাকা রিজার্ভ ফোর্সের কনস্টেবল গাজীপুরের শ্রীপুরের মো. মোশারফ হোসেন ও রাঙ্গামাটি পুলিশ লাইনের কনস্টেবল এটিএম রুহুল আমিন।

তাদের মধ্যে মোশারফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও রুহুলকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

ইজতেমায় দায়িত্ব পালন করা কনস্টেবল ইদ্রিস আলী বলেন, বিশ্বইজতেমার দায়িত্ব পালন করতে মোশারফ ১০ জানুয়ারি ঢাকা থেকে টঙ্গী আসেন। টঙ্গীর সাহাজউদ্দিন স্কুল ভবনে তার থাকার ব্যবস্থা করা হয়।

রোববার দুপুরে ওই স্কুল ভবনের ছাদে ট্যাঙ্কির পানিতে গোসল করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন বলে জানান ইদ্রিস।

তিনি বলেন, মোশারফকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকায় পাঠানো হয়।

শহীদ আহসান উল্লাহ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. পারভেজ হোসেন বলেন, দুপুরে মন্নুগেট এলাকায় বাসের ধাক্কায় আহত রুহুলকে হাসপাতালে ভর্তি করা হয়।

ডান পায়ে আঘাত লাগায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পাঠানো হয়েছে বলে জানান  তিনি।