গাইবান্ধায় আগুন পোহাতে গিয়ে শিশু দগ্ধ

গাইবান্ধা সদর উপজেলায় শীতের মধ্যে বাড়ির উঠানে প্লাস্টিক পুড়িয়ে আগুন পোহাতে গিয়ে দেড় বছরের এক শিশু দগ্ধ হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2018, 07:19 AM
Updated : 21 Jan 2018, 07:43 AM

উপজেলার নিউ মার্কেট সংলগ্ন রেল কলোনি এলাকায় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে শিশুটির মা রেহানা বেগম জানান।

দগ্ধ সিনথিয়া আক্তার ওই এলাকার সাহেদ মিয়ার মেয়ে। তাকে গাইবান্ধা সদর হাসপাতালের ভর্তি করা হয়েছে।

সিনথিয়ার মা রেহানা বেগম বলেন, সন্ধ্যার পর ঠান্ডা বেড়ে যাওয়ায় তার মেয়ে সিনথিয়া ও তার বড় ছেলে বাড়ির উঠানে প্লাস্টিক পুড়িয়ে আগুন পোহাচ্ছিল। এ সময় সিনথিয়া একটি টুল নিয়ে বসতে গেলে সে আগুনের মধ্যে পড়ে যায়।

এতে তার মুখ ও ডান হাতের কিছু অংশ পুড়ে যায়। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে বলে জানান রেহানা।

গাইবান্ধা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাহীনুল ইসলাম মণ্ডল বলেন, সিনথিয়ার মুখ ও ডান হাতের কিছু অংশ পুড়ে গেছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।