খুলনায় স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছুরি মেরে শিশু হত্যা

খুলনা শহরের বয়রা বাজার এলাকায় স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে এক শিশুকে ছুরি মেরে হত্যা করা হয়েছে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2018, 06:17 PM
Updated : 20 Jan 2018, 06:17 PM

নিহত ফাহমিদ তানভীর রাজীম (১৩) ওই এলাকার ‘খুলনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের’ সপ্তম শ্রেণির ছাত্র।

খালিশপুর থানার ওসি সরদার মোশাররফ হোসেন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী উপলক্ষে শনিবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল।

“রাত সাড়ে ৯টার দিকে অনুষ্ঠান চলাকালে মঞ্চের পাশে গ্রিন রুমের পেছনে রাজীমের বুকে ছুরি ঢুকিয়ে দেয় খুনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশ কিছু নিশ্চিত করতে পারেনি।

ওসি মোশাররফ হোসেন বলেন, “মেয়েলি ঘটনার জেরে ধরে হত্যাকাণ্ড ঘটতে পারে।”

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোল্যা জাহাঙ্গীর হোসেন বলেন, “পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকবে।”

লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।