এক সপ্তাহ পেছাল আগামী বছরের ইজতেমা

আগামী বছরের বিশ্ব ইজতেমার তারিখ সরকারের অনুরোধে এক সপ্তাহ পিছিয়ে নতুন করে নির্ধারণ করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2018, 12:45 PM
Updated : 21 Jan 2018, 04:37 AM

ইজতেমার মুরব্বি প্রকৌশলী মো. মাহফুজ বলেন, বাংলাদেশ সরকারের অনুরোধে ইজতেমার তারিখ এক সপ্তাহ পেছানো হয়েছে। শুক্রবার রাতে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে এক বৈঠকে তারিখ পরিবর্তনের এই সিদ্ধান্ত হয়।

“আগামী বছর ইজতেমা হবে প্রথম পর্ব ১৮-২০ জানুয়ারি। আর দ্বিতীয় পর্ব হবে ২৫-২৭ জানুয়ারি।”

নতুন তারিখ নির্ধারণের সিদ্ধান্ত সরকারকে জানানো হয়েছে বলে তিনি জানান।

এর আগে গত ১২ জানুয়ারি কাকরাইল মসজিদে তাবলীগের আমির মাওলানা সাদের উপস্থিতিতে এক বৈঠকে আগামী বছরের ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছিল প্রথম পর্ব ২০১৯ সালের ১১-১৩ জানুয়ারি আর দ্বিতীয় পর্ব ১৮-২০ জানুয়ারি।