কুড়িগ্রামে বড় ভাইকে খুন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় জমির বিরোধ মেটাতে বসা সালিশ বৈঠকে সবার সামনে ছোট ভাইয়ের মারধরে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2018, 12:14 PM
Updated : 20 Jan 2018, 12:14 PM

রাজারহাট থানার ওসি মো. মোখলেছুর রহমান জানান, শনিবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আব্দুর রাজ্জাক (৪৮) উপজেলার পূর্বদেবোত্তর গ্রামের আব্দুল গফুর মাস্টারের ছেলে।

ওই গ্রামের রতন মণ্ডল বলেন, দীর্ঘদিন ধরে চলে আসা দুই ভাইয়ের জমির বিরোধ মেটানোর জন্য শুক্রবার বিকালে তাদের বাড়িতে সালিশ বৈঠক বসে। সেখানে স্থানীয় মুরব্বিরা উপস্থিত ছিলেন। সালিশে কথাকাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই রব (৩৮) হাতে থাকা চুল কাটার কাচি দিয়ে রাজ্জাকের চোখে আঘাত করেন। রাজ্জাকের ছেলেদের কিল-ঘুসিতে রবও আহত হন।

আহত দুইজনকে প্রথমে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয় জানিয়ে তিনি বলেন, অবস্থার অবনতি হলে রাজ্জাককে রাতেই রংপুর পাঠানো হয়।

রব প্রায়ই উত্তেজিত হয়ে বড় ভাইয়ের ঘরবাড়ি ভাংচুর করতেন বলে গ্রামবাসী জানিয়েছে।

ওসি মোখলেছুর বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আর রবকে পুলিশ গ্রেপ্তারের চেষ্টা করছে।