আশুলিয়ায় লাইটার কারখানায় অগ্নিকাণ্ড

ঢাকার আশুলিয়ায় একটি গ্যাস লাইটার তৈরি কারখানায় আগুন লেগে লাইটার ও মালামাল পুড়ে গেছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2018, 11:52 AM
Updated : 20 Jan 2018, 11:52 AM

শনিবার দুপুরে আশুলিয়ার চারাবাগ এলাকায় ‘পলমল গ্যাস লাইটার ইন্ডাস্ট্রিজ’ কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে বলে ইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক জানান।

তিনি বলেন, দুপুরে হঠাৎ করে ওই কারখানার তিনতলায় স্টোর রুমে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

“আগুনে কারখানার গ্যাস লাইটার ও মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।”

তবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ কেউ কথা বলতে রাজি হয়নি।

এরআগে ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি এ কারখানায় অগ্নিকাণ্ডে নারী শ্রমিকসহ ১৫ জন দগ্ধ হয়। তখন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড হয়।

এদিকে লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে আশুলিয়া শিল্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।