গাছ খাওয়া ছাগল দিয়ে পৌরভবনে ভূরিভোজ

সড়ক বিভাজকে লাগানো গাছ খেয়ে ফেলায় দরিদ্র এক নারীর ছাগল জবাই করে ভূরিভোজ করেছেন বরগুনা পৌরসভার কর্মচারীরা।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2018, 12:20 PM
Updated : 19 Jan 2018, 12:29 PM

এ ঘটনায় পৌরমেয়র শাহাদাত হোসেন বিচারের আশ্বাস দিয়েছেন।

ছাগলের মালিক পৌরভবন এলাকার বাসিন্দা ৪৫ বছর বয়সী ইরানি বেগম বলেন, “বুধবার আমার ছাগলটি হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে জানতে পারি, ছাগলটি পৌর শহরের সড়ক বিভাজকের গাছ খেয়ে ফেলেছে।

“এ কারণে পৌরসভার এমএলএসএস মো. মামুন ও শাহীন খান ছাগলটি ধরে নিয়ে যান। ছাগল উদ্ধার করতে গেলে মামুন বলেন, মেয়রের নির্দেশে তারা ছাগলটি ধরে নিয়ে এসেছেন। আমি মেয়রের সঙ্গে দেখা করতে চাইলে তারা বাধা দেন।”

তার সম্বল বলতে দুটি ছাগল ছিল জানিয়ে ইরানি বলেন, “খেয়ে ফেলা ছাগলটির দেড় মাস বয়সী দুটি বাচ্চা রয়েছে। মায়ের দুধ না পেয়ে বাচ্চাগুলো কাঁদছে।”

পৌর কর্মচারী শাহীন খান ছাগল ধরার কথা স্বীকার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মেয়রের নির্দেশে ছাগলটি ধরলেও আমি জবাই করিনি। তবে সন্ধ্যায় পৌরভবনে ছাগল জবাই করে খাওয়া-দাওয়া হয়েছে।”

মেয়র শাহাদাত হোসেন নির্দেশ দেওয়ার কথা অস্বীকার করেছেন।

তিনি বলেন, “ছাগল জবাই করার বিষয়টি আমি শুনেছি। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিচার করব।”