ঝিনাইদহে লুট হওয়া সোনার বার উদ্ধার, গ্রেপ্তার ২

ঝিনাইদহের মহেশপুরে একটি বাস থেকে লুট হওয়া ত্রিশটি সোনার বার উদ্ধার করেছে পুলিশ; এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2018, 07:41 AM
Updated : 19 Jan 2018, 07:53 AM

জেলার পুলিশ সুপার মো.মিজানুর রহমান জানান, কোটচাঁদপুর উপজেলা থেকে শুক্রবার ভোরে সোনার বারগুলো তারা উদ্ধার করেন।

গ্রেপ্তাররা হলেন- ওই উপজেলার পটলা ও মিলন।

পুলিশ সুপার মিজানুর বলেন, মহেশপুর উপজেলার বজরাপুর এলাকায় চলতি মাসের ৪ তারিখ রাতে ঢাকা থেকে চুয়াডাঙ্গার দর্শনাগামী একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। একদল ডাকাত বাসটির গতিরোধ করে কয়েকজন যাত্রীর কাছ থেকে সোনার বার ও অন্যান্য মালামাল লুট করে পালিয়ে যায়।

খবর পেয়ে ৭ জানুয়ারি মহেশপুর থানার এসআই অনিসুর রহমান বাদী হয়ে একটি ডাকাতি মামলা দায়ের করেন বলে জানান তিনি।  

তিনি বলেন, বৃহস্পতিবার ঢাকা থেকে পটলা ও কোটচাঁদপুর থেকে মিলনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যে মিলনের বাড়ি থেকে লুট হওয়া ৩০টি সোনার বার উদ্ধার করা হয়।

বাকিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এর আগে এ ঘটনায় মহেশপুর থানার দুই এসআইসহ আটজন পুলিশ সদস্যকে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয়।