আগুন পোহাতে গিয়ে দগ্ধ: আরও ৩ জনের মৃত্যু

শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2018, 05:04 AM
Updated : 19 Jan 2018, 05:28 AM

এরা হলেন- লালমনিরহাটের রুমকি বেগম (২৭) ও দিনাজপুরের গীতা রাণী (২৫), মকবুল হোসেন (৭০)

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের রেজিস্ট্রার তৌহিদ আলম সিদ্দিক জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে গীতা রাণীর এবং বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মকবুল ও পরে রুমকির মৃত্যু হয়।

এই তিনজন নিয়ে এই মাসে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসার পর মারা যান মোট ২১ জন। চিকিৎসাধীন রয়েছেন আরও ৫২ জন।

জানুয়ারির প্রথম থেকেই সারাদেশে শীতের তীব্রতা বেড়ে যায়। দেশের উত্তরপশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে চলা তীব্র শৈত্য প্রবাহের মধ্যে গত ৮ জানুয়ারি পঞ্চগড়ের তেঁতুলিয়ার তাপমাত্রা সব রেকর্ড ভেঙে ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে।