নেত্রকোণায় শিক্ষক হত্যার দায়ে মৃত্যুদণ্ড

এক প্রধান শিক্ষককে হত্যার দায়ে নেত্রকোণার বারহাট্টা উপজেলার এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2018, 01:38 PM
Updated : 18 Jan 2018, 01:42 PM

নেত্রকোণার জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা বৃহস্পতিবার দুই বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

এছাড়া আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

সাজাপ্রাপ্ত কালা চাঁন (৪৪) জেলার বারহাট্টা উপজেলার ছয়গাঁও গ্রামের বাসিন্দা।

রায় ঘোষণার সময় তিনি আদালতে ছিলেন।

আদালতের ভারপ্রাপ্ত পিপি সাইফুল আলম প্রদীপ মামলার নথির বরাতে বলেন, বারহাট্টা মনাষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজুর্ন বিশ্বাসকে (৪৫) ২০১৫ সালের ২ ডিসেম্বর সকালে প্রকাশ্য বিদালোকে কুপিয়ে হত্যা করা হয়।

“সরকারি বরাদ্দের ৩০ হাজার টাকা কাজ না করেই বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা ভাগ করে নেওয়ার জন্য অর্জুন বিশ্বাসকে চাপ দেন। প্রধান শিক্ষক রাজি হননি। এর জেরেই তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।”

এ ঘটনায় নিহতের স্ত্রী মায়া রানী বিশ্বাস চারজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০১৬ সালের ৩১ জানুয়ারি আদালতে চারজনের বিরুদ্ধেই অভিযোগপত্র দেয়।

তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত অন্য তিনজনকে খালাস দিয়েছে।

তারা হলেন - ছয়গাঁও গ্রামের মো. এমদাদুল হক হীরা ওরফে সাগর, জেড এ ফোয়াদ খান ওরফে বাবুল ও মো. ভাসানী ওরফে শহিদুল ইসলাম।