কক্সবাজারে এক পরিবারের ৪ জনের মৃত্যু: দুইটি মামলা

কক্সবাজার শহরে দুই শিশু সন্তানসহ দম্পতির মৃত্যুর ঘটনায় দুইটি মামলা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2018, 11:30 AM
Updated : 18 Jan 2018, 12:58 PM

পুলিশ বাদী হয়ে বৃহস্পতিবার বিকালে একটি হত্যা ও একটি অপমৃত্যুর মামলা দায়ের করে বলে সদর থানার ওসি রণজিত কুমার বড়ুয়া জানান।

মামলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।

সুরতহাল ও ময়নাতদন্তের পর স্বজনদের কাছে চার মৃতদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

বুধবার সন্ধ্যায় কক্সবাজার শহরের বৌদ্ধমন্দির সড়ক সংলগ্ন শিয়াইল্ল্যা পাহাড় এলাকায় নিজ বাড়ি থেকে সুমন চৌধুরী (৩৩), তার স্ত্রী বেবী চৌধুরী (২৮) এবং তাদের মেয়ে অবন্তিকা চৌধুরী (৫) ও জ্যোতিকা চৌধুরীর (৩) লাশ উদ্ধার করা হয়।

সুমনের লাশ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এবং তার স্ত্রী ও দুই মেয়ের লাশ খাটে শোয়া অবস্থায় ছিল।

স্ত্রী ও সন্তানদের শ্বাসরোধে হত্যা পর সুমন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

ময়নাতদন্তের বিষয়ে জানতে চাইলে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাহীন মো. আব্দুর রহমান চৌধুরী সাংবাদিকের সঙ্গে কথা করতে রাজি হননি।

ময়নাতদন্ত প্রতিবেদনের বিষয়টি পুলিশকে অবহিত করা হবে বলে জানান তিনি।