ময়মনসিংহে ৫শ কলা গাছ কর্তন

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় একটি বাগানের অন্তত পাঁচশ কলা গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে ওই কলাচাষির প্রতিবেশীর বিরুদ্ধে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2018, 10:54 AM
Updated : 18 Jan 2018, 10:54 AM

বুধবার রাতে রামভদ্রপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে জসিম উদ্দিনের কলাবাগানে এ ঘটনা ঘটে।

ফুলপুর থানার ওসি একে এম মাহবুব আলম জানান, জসিম উদ্দিনের চার একর জমিতে করা কলাবাগানের মধ্যে এক একর বাগানের প্রায় পাঁচশ কলা গাছ কর্তনের অভিযোগ উঠেছে প্রতিবেশী নজরুল, দুদু, শহীদ ও ফজলুর বিরুদ্ধে।

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।  

বাগান মালিক জসিম উদ্দিন বলেন, এলাকার নজরুল, দুদু, শহীদ ও ফজলুর সঙ্গে তার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে।

“এর জেরে তারা বাগনের প্রায় ৫শ কলা গাছ কর্তন করেছে। কর্তন হওয়া কলা গাছের বেশিরভাগই ফলনশীল।”

এতে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তার দাবি।

এ ব্যাপারে নজরুল ইসলাম বলেন, “জসিম উদ্দিনের সাথে আমাদের জমি নিয়ে বিরোধ আছে; কিন্তু সেই কারণে আমরা তার কলাগাছ কেটেছি এটা ঠিক নয়। কেউ আমাদের ফাঁসানোর জন্য এমনটি করতে পারে।”

স্থানীয় রফিকুল ইসলাম ও সিরাজুল ইসলাম বলেন, এর সঠিক বিচার না হলে এলাকায় বিরোধ বাড়বে।