মৌলভীবাজারে সংঘর্ষে মুক্তিযোদ্ধা নিহত

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় চা-শ্রমিকদের সঙ্গে এলাকাবাসীর সংর্ঘষে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে; এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2018, 04:18 PM
Updated : 17 Jan 2018, 04:18 PM

বুধবার বিকালে পূর্বজুড়ী ইউনিয়নের জামকান্দি এলাকার ইয়াছিন মিয়ার (৬৫) মৃত্যু হয় বলে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ জানিয়েছেন।

তিনি বলেন, তিন দিন আগে সোনারুপা চা-বাগানের এক শ্রমিকের সঙ্গে জামকান্দি গ্রামের এক ব্যক্তির দ্বন্দ্ব বাধে। এর জেরে বুধবার সকালে স্থানীয়রা মসজিদ থেকে মাইকিং করে এবং চা-শ্রমিকরা বাগানের পাগলা ঘণ্টা বাজিয়ে জড়ো হয়।

“সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আহতদের মধ্যে মুক্তিযোদ্ধা ইয়াছিন মিয়া সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকালে মারা যান।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।

তবে কী নিয়ে দ্বন্দ্ব বাধে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি। ঘটনা তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।