চট্টগ্রাম থেকে মুক্তিপণের দাবিতে অপহৃত ব্যবসায়ী ফেনীতে উদ্ধার

চট্টগ্রামে মুক্তিপণের দাবিতে অপহৃত এক ব্যবসায়ীকে ফেনীর সদর উপজেলা থেকে উদ্ধার করেছে র‌্যাব।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2018, 11:03 AM
Updated : 17 Jan 2018, 11:03 AM

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, মঙ্গলবার রাতে ফেনী সদর উপজেলার কাজীরবাগ বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার মো. জসিম উদ্দিন চট্টগ্রামের রাউজান উপজেলার গহীরা দলইনগর এলাকার ব্যবসায়ী।

এসময় দুই অপহরণকারীকে আটক করা হয়েছে।

আটকরা হলেন পশ্চিম সোনাপুর গ্রামের আবু তাহেরের ছেলে তাসিফ উদ্দিন পাপন (১৯) ও মনির আহম্মদের ছেলে মো. নুরের নবী (১৮) ।

র‌্যাব কর্মকর্তা শাফায়াত জামিল বলেন, জসিম উদ্দিন ব্যবসায়ীক কাজে মঙ্গলবার সকালে বাসা থেকে বের হন। এরপর তাকে আর পাওয়া যাচ্ছিল না।

“পরে জসিমের ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার বন্ধু মো. ফোরকান উদ্দিনকে ফোন করে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। অপহরণের বিষয়টি উল্লেখ করে জসিমের স্ত্রী আয়েশা আক্তার র‌্যাবে লিখিত অভিযোগ করেন।

“অভিযোগ পেয়ে অপহৃতের মোবাইল ফোন ট্রাকিং করে ফেনীর কাজিরবাগ এলাকায় তার অবস্থান শনাক্ত করে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার ও দুই অপহরণকারীকে আটক করা হয়।”

বুধবার দুপুরে উদ্ধার জসিম উদ্দিনসহ দুই অপহরণকারীকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।