কক্সবাজারে অস্ত্রসহ ২ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজারের উখিয়ায় একটি বাড়ি থেকে অস্ত্র ও গুলিসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে, যাদের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতিসহ নানা অভিযোগ রয়েছে বলছে র‌্যাব। 

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2018, 10:22 AM
Updated : 17 Jan 2018, 10:23 AM

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর মো. রুহুল আমিন জানান, বুধবার উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং কচুবনিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন- উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১ ব্লক-৪৩ এর বাসিন্দা মো. আব্দুর রহমান ওরফে জাবের (২৮) এবং কুতুপালং ক্যাম্পের ৮ নম্বর পাহাড়ের ব্লক ই-৩ বাসিন্দা মো. সেলিম (২৪)।

মেজর রুহুল আমিন বলেন, অপরাধ সংঘটনকারী একটি চক্রের সদস্যরা অস্ত্র মজুদ করেছে খবরে র‌্যাবের একটি দল সকালে কচুবুনিয়ায় কক্সবাজার-টেকনাফ মহাসড়ক সংলগ্ন এলাকায় ফরিদ আহমদ নামের একজনের বাড়িতে অভিযান চালায়।

“এ সময় ওই বাড়ি থেকে আব্দুর রহমান ও সেলিমকে আটক করা হয়।”

তাদের হেফাজতে থাকা একটি দেশে তৈরি বন্দুক, দুই রাউন্ড গুলি ও একটি রামদা উদ্ধার করা হয় বলেও জানান মেজর আমিন।

মেজর আমিন আরও বলেন, আটক রোহিঙ্গারা ক্যাম্প থেকে বের হয়ে অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় ডাকাতি, ছিনতাই ও চুরিসহ নানা অপরাধ সংঘটন করছিল বলে অভিযোগ রয়েছে।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।