গাজীপুরে কুকুরের কামড়ে আহত ১৯

গাজীপুরের কালিয়াকৈরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১৯ জন আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2018, 09:20 AM
Updated : 17 Jan 2018, 09:20 AM

বুধবার কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক প্রবীর কুমার সরকার এ কথা জানান।

আহতদের মধ্যে শ্রী লাল (৮), সুরাইয়া আক্তার (৫), সাথী আক্তার (৮), মনি আক্তার (১১), মেহেদী হাসান (১৮), রুমা পারভীন (৮),  অসিফা আক্তার (৮), আতিকুল ইসলাম (১৬), শাকির হোসেন (২০), জান্নাতুল (৭), আলিফা আক্তার (৫), মারুফ হাসান (৯), সেলিনা আক্তার (২৫), খায়রুল ইসলাম (৪০), ইসরাফিল হোসেনের (১২), মোসলেম মৃধা (৩৫), হাবিবুল্লা (৮) ও রুমান হোসেন (৯) রয়েছে।

সরেজমিনে জানা গেছে, মঙ্গলবার বিকাল ও বুধবার সকালে উপজেলার বাড়ইপাড়া, বড়ইছুটি ও হিজলহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

আহত হিজলহাটি গ্রামের মোসলেম মৃধা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার সকালে বাড়ির পাশে দাঁড়িয়ে রোদ পোহাচ্ছিলেন এমন সময় একটি কুকর আমার পায়ে কামড় দিয়ে পালিয়ে যায়।”

চিকিৎসক প্রবীর বলেন, “হাসপাতালে এ পর্যন্ত কুকুরে কামড়ে আহত ১৯ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়াও কুকুরে কামড়ের বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।”

কালিয়াকৈর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, কুকুরটি ধরে মেরে ফেলার জন্য এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।