রোকেয়ায় শিক্ষক সমিতির নির্বাচনে আ. লীগ সমর্থক নীলের ভরাডুবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দলের ভরাডুবি হয়েছে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2018, 04:48 PM
Updated : 16 Jan 2018, 05:29 PM

সব পদে জয় পেয়েছে ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শ লালনকারী’ প্রগতিশীল শিক্ষকদের প্যানেল। পনেরটি পদের মধ্যে এ নির্বাচনে নীল দলের একজন প্রার্থীও জয় পাননি।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৩টা পর্যন্ত। সন্ধ্যা সাড়ে ৬টায় ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ রানা।

তিনি বলেন, নির্বাচনে ৮০ ভোট পেয়ে পদার্থবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক গাজী মাজহারুল আনোয়ার সভাপতি ও ৭৬ ভোট পেয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আর নীল দলের সভাপতি প্রার্থী তুহিন ওয়াদুদ ৫২ ও সাধারণ সম্পাদক প্রার্থী সিদ্দিকুর রহমান পেয়েছেন ৫৬ ভোট।

সহ-সভাপতি পদে আলী রায়হান সরকার, কোষাধ্যক্ষ পদে নূর আলম সিদ্দিক, যুগ্ম-সম্পাদক পদে আতিউর রহমান নির্বাচিত হন।

দশটি সদস্য পদে নির্বাচিতরা হলেন - মোহাম্মদ আজিজুর রহমান, খন্দকার জাহাঙ্গীর আলম নীরব, অধ্যাপক আর এম হাফিজুর রহমান সেলিম, আবু রেজা মোহাম্মদ তৌফিকুল ইসলাম রিপন, বিপুল হোসেন, প্রদীপ কুমার সরকার, কমলেশ চন্দ্র রায়, সাখাওয়াত হোসেন, অধ্যাপক পরিমল চন্দ্র বর্মণ ও সাইদুর রহমান।

তারা সবাই প্রগতিশীল শিক্ষক সমিতির প্রার্থী।

১৫৩ জন ভোটারের মধ্যে ১৩৪ জন ভোট দিয়েছেন বলে প্রধান নির্বাচন কমিশনার মাসুদ রানা জানিয়েছেন।

নীল দলের ভরাডুবির কারণ সম্পর্কে সংগঠনটির সাধারণ সম্পাদক আপেল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের সংগঠনের ১২ শিক্ষককে পদোন্নতি দেওয়ার কথা বলে প্রগতিশীল শিক্ষক সমাজে টেনে নেওয়া হয়। আমাদের সমর্থক অনেককেই একই টোপ দেওয়া হয়।

“তাছাড়া আমাদের চারজন সদস্য অসুস্থ থাকায় তারা ভোট দিতে আসেননি। আর সম্প্রতি নিয়োগ পাওয়া নয়জন শিক্ষকও প্রগতিশীলদের পক্ষ নিয়েছেন।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন নীল দলকে পরাজিত করতেই এ পথ বেছে নিয়েছিল বলে আপেল মাহমুদ দাবি করেন।

বিজয়ী প্যানেলের সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ লালনকারী প্রগতিশীল শিক্ষকদের নিয়ে আমাদের প্যানেল।”