দামুড়হুদায় বত্রিশ লাখ টাকার সোনার গহনাসহ আটক ১

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বত্রিশ লাখ টাকা মূল্যের ৬৪ ভরির বেশি সোনার গহনাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2018, 07:21 AM
Updated : 16 Jan 2018, 08:35 AM

সোমবার সকাল ১১টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয় বলে দামুড়হুদা থানার এসআই এজাজুল হক জানান।

আটক কামাল হোসেন (৪০) চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আশতলা পাড়ার মুনসুর আলীর ছেলে।

এসআই এজাজুল বলেন, গোপনে খবর পেয়ে পুলিশ দামুড়হুদা বাসস্ট্যান্ডে অবস্থান নেয়।এ সময় দর্শনা থেকে চুয়াডাঙ্গামুখী একটি বাসে তল্লাশি চালায় তারা।

এক পর্যায়ে বাস যাত্রী কামালের কাছ থেকে ৬৪ ভরি চার আনা এক রতি ওজনের বিভিন্ন ধরনের সোনার গহনা পাওয়া যায়। কিন্তু কামাল স্বর্ণগুলো বহনের জন্য কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ তাকে আটক করে বলে এজাজুল জানান।

জব্দকৃত সোনার বাজারমূল্য অনুমানিক ৩২ লাখ টাকা বলে এ পুলিশ কর্মকর্তা জানান। এ ব্যাপারে দামুড়হুদা থানায় মামলার প্রস্তুতি চলছে।