নাফ নদীতে পর্যটকসহ বিকল জাহাজ উদ্ধার

কক্সবাজারের সেন্টমার্টিন থেকে ফেরার সময় বিকল জাহাজটি পর্যটকসহ উদ্ধার করা হেয়ছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2018, 02:20 PM
Updated : 15 Jan 2018, 03:22 PM

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল জানান, সোমবার সন্ধ্যা ৬টার দিকে নাফ নদীর জালিয়াপাড়া পয়েন্টে যান্ত্রিক ত্রুটির কারণে এলডি কাজল নামের আটকা পড়া জাহাজটি উদ্ধার করা হয়।

জাহাজটি সকালে টেকনাফ স্থল বন্দর থেকে পর্যটক নিয়ে সেন্টমার্টিন যায়। সেখান থেকে বিকাল ৩টায় পর্যটক নিয়ে টেকনাফ স্থল বন্দরের উদ্দেশে রওনা হলেও সাড়ে ৫টার দিকে জালিয়াপাড়া পয়েন্টে পৌঁছানোর পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। আটকা পড়েন তিন শতাধিক টর্যটক।

পুলিশ কর্মকর্তা আফরুজুল বলেন, এলডি কাজল বিকল হওয়ার পর এলসিটি কুতুবদিয়া গিয়ে যাত্রীদের উদ্ধার করে। একই সঙ্গে বিকল জাহাজটি রশি বেঁধে টেনে আনা হয়।

ঘটনা তদন্ত করে জাহাজ কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হোসেন ছিদ্দিকী।