এমসি কলেজ ছাত্রাবাসে আগুন: ছাত্রলীগের ১০ জনের জামিন

সিলেটের এমসি কলেজের ছাত্রবাস পোড়ানোর মামলায় এবার নিন্ম আদালত থেকে জামিন পেয়েছেন ছাত্রলীগের দশ নেতাকর্মী।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2018, 08:40 AM
Updated : 15 Jan 2018, 08:40 AM

সোমবার সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো তাদের জামিন মঞ্জুর করেন বলে জানিয়েছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাহফুজুর রহমান।

২০১২ সালের ছাত্রলীগ-শিবির সংঘর্ষের জের ধরে মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে তিনটি ব্লকের ৪২টি কক্ষ সম্পূর্ণ পুড়ে যায়, প্রায় ৭০টি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় হল সুপার বশির আহমদ বাদী হয়ে শাহপরান থানায় ওই বছরের ১৩ জুলাই মামলা দায়ের করেন। পরবর্তীতে আরও দুটি মামলা করা হয়।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বলেন, দুপুরে সিলেট সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি দেবাংশু দাস মিঠু, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পংকজ পুরকায়স্থসহ ১০ নেতাকর্মী আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

গত ৪ ডিসেম্বর উচ্চ আদালত থেকে তারা ছয় সপ্তাহের জামিন পেয়েছেন বলে জানান তিনি।