একাদশ সংসদ নির্বাচনের প্রক্রিয়া ৩০ অক্টোবর শুরু: সিইসি

চলতি বছরের শেষে বা ২০১৯ সালের প্রথম দিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন রাখা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2018, 08:10 AM
Updated : 15 Jan 2018, 08:10 AM

সোমবার সাতক্ষীরা সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, “বর্তমান সরকারের মেয়াদ ২০১৯ সালের ২৮ জানুয়ারি শেষ হবে। তাই ডিসেম্বরের শেষের দিকে অথবা ২০১৯ সালের প্রথম দিকে যে কোনো দিন একাদশ সংসদ নির্বাচনের দিন নির্ধারণ করা হবে।

“এর অংশ হিসেবে আগামী ৩০ অক্টোবর থেকে একাদশ সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে।”

নির্বাচন কমিশনের ওপর সরকারের কোনো চাপ নেই বলে রোববার খুলনায় সাংবাদিকদের জানিয়েছিলেন নুরুল হুদা।

একাদশ সংসদ নির্বাচনে নিবন্ধিত সকল দলই অংশগ্রহণ আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, একাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না। তবে ছিটমহল, নদী ভাঙন ও প্রশাসনিক জটিলতার কারণে ৬০/৭০টি আসনে সীমানা পুনর্নির্ধারণ হতে পারে।

নির্বাচনকালীন সরকার ‘রাজনৈতিক বিষয়’ বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার।

সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষে তিনি সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস পরিদর্শন করেন।