কমিশন সরকারের চাপে নেই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, কমিশনের ওপর সরকারের কোনো চাপ নেই। তারা সরকারের আজ্ঞাবহ নয়।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2018, 11:28 AM
Updated : 14 Jan 2018, 11:28 AM

রোববার খুলনা জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচর কমকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগদানের আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নুরুল হুদা বলেন, সাংবিধানিক দায়িত্বের অংশ হিসেবে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। সকল দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাতে অংশ গ্রহণ করতে পারে, সে মোতাবেক নির্বাচন কমিশন কাজ করছে।

“নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ নয় এবং কমিশনের ওপর কোনো চাপও নেই।”

নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে তিনি বলেন, “নির্বাচনের এখনও অনেক সময়, সেটা সময় বুঝে ব্যবস্থা নেওয়া হবে।”

পরে প্রধান নির্বাচন কমিশনার নগরীর বয়রায় জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় যোগ দেন।