শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ মুক্তিযোদ্ধার মৃত্যু

কুড়িগ্রামে শীত নিবারণের জন্য জ্বালানো আগুনে দগ্ধ এক মুক্তিযোদ্ধা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2018, 09:07 AM
Updated : 14 Jan 2018, 09:07 AM

কুড়িগ্রাম সদরের সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বাতেন জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

মৃত ওসমান আলীর (৬৬) বাড়ি কুড়িগ্রাম শহরের কৃঞ্চপুর ডাকুয়া পাড়ায়।

বাতেন বলেন, শীত নিবারণের জন্য ওসমান গত বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে বসে আগুন পোহাচ্ছিলেন। হঠাৎ তা কাপড়ে ধরে গেলে দগ্ধ হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ও পরে রংপুরে মেডিকেলে নেওয়া হয় ।

সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ওসমানকে ঢাকা বার্ন ইউনিটে স্থানান্তরের জন্য পরামর্শ দেন।সেখান থেকে তাকে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয় বলে জানান তিনি।