পুলিশের ‘অভিযানে’ মৃত্যু, নির্যাতনের অভিযোগ

জামালপুরে পুলিশের ‘অভিযান’ চলাকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের এক কর্মচারীর মৃত্যু হয়েছে, যাকে নির্যাতনে হত্যা করা হয় বলে পরিবারের অভিযোগ।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2018, 10:59 AM
Updated : 13 Jan 2018, 11:01 AM

সরিষাবাড়ি উপজেলার বয়ড়া বাজারে শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।  

মৃত নাজিম উদ্দিন সিকদার (৫৮) টাঙ্গাইলের শালিনা গ্রামের মৃত আজিম উদ্দিন সিকদারের ছেলে। তিনি টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের প্রসেস সার্ভার ছিলেন।

জামালপুর ডিবির ওসি মো. সালেমুজ্জামান বলেন, গভীর রাতে গোপন সংবাদ পেয়ে বয়ড়া বাজারে একটি জুয়ার আসরে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ১২ জনকে আটক করা হলে অন্য জুয়ারিরা দৌড়ে পালানোর চেষ্টা করে।

“অভিযান পরিচালনার সময় জুয়ার আসরের সামনেই মাটিতে পড়ে জ্ঞান হারান নাজিম উদ্দিন সিকদার নামে এক জুয়াড়ি। রাতেই জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

এদিকে, নাজিমের ছোট ভাই টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের প্রসেস সার্ভার আব্দুল কাদের অভিযোগ করেন, ডিবি পুলিশের নির্যাতনে তার ভাই মারা গেছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।