সিরাজগঞ্জে স্পিরিট পানে ২ দিনমজুরের মৃত্যু, অসুস্থ ৩

সিরাজগঞ্জ সদরে বিষাক্ত স্পিরিট পান করে দুই দিনমজুর মারা গেছেন; অসুস্থ হয়েছেন আরও তিনজন।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2018, 09:33 AM
Updated : 13 Jan 2018, 09:42 AM

বৃহস্পতিবার রাতে তারা স্পিরিট খেয়ে অসুস্থ হন। হাসপাতালে নেওয়ার পর শুক্রবার একজন এবং শনিবার আরেকজনের মৃত্যু হয়।  

মৃতরা হলেন সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের খাসবড় শিমুল পঞ্চসোনা গ্রামের জামাত আলীর ছেলে আলম সেখ (৩২) ও বেলকুচি উপজেলার মকিমপুর গ্রামের রমজান আলী (৪৫)।

অসুস্থ হয়েছেন খাসবড় শিমুল পঞ্চসোনা গ্রামের হযরত মন্ডলের ছেলে বাদশা (৩৫) ও বক্কার সেখের ছেলে আলম সেখ (২৫) এবং মনোয়ার মন্ডলের ছেলে সিরাজ মোল্লা (৩৫)।

প্রথম দুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেষের জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

সয়দাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল আজিজ মন্ডল জানান, এরা পাঁচজন বঙ্গবঙ্গু সেতুর পশ্চিমপাড় গোলচত্বর এলাকায় ট্রাকে মালামাল লোড-আনলোডে শ্রমিকের কাজ করতেন।

“বৃহস্পতিবার রাতে বিষাক্ত স্পিরিট খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাদের সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রমজান আলী এবং শনিবার বেলা সাড়ে ১২টার দিকে আলম সেখ মারা যান।”

সদর থানার ওসি হেলাল উদ্দিন জানান, হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন পাঁচজনই বিষাক্ত স্পিরিট পানে অসুস্থ হন, যাদের মধ্যে দুজন মারা যান।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।