ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও আটজন।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2018, 09:16 AM
Updated : 13 Jan 2018, 11:11 AM

শনিবার সদরে ট্রাকচাপায় তিনজন এবং ভালুকায় বাস-ট্রাক সংঘর্ষে ও ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে দুইজনের মৃত্যু হয় বলে জানায় পুলিশ।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। 

এরা হলেন গফরগাঁও উপজেলার কলিম উদ্দিনের ছেলে হুমায়ূন কবীর, তারাকান্দা উপজেলার শাহিন (৩০) ও শহরতলীর সুহেলী এলাকার শফিকুল ইসলাম (৪০)।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শাকির আহম্মেদ জানান, ফুলবাড়িয়াগামী ইট বোঝাই একটি ট্রাক সুহেলী এলাকায় পৌঁছলে মসজিদের টাকা সংগ্রহকারী শফিকুল ও অজ্ঞাত পরিচয়ের একজনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এসময় টাকা সংগ্রহ করতে থাকা আরও তিন জন আহত হন।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া সকাল ১০টার দিকে শহরের পাটগুদাম ব্রিজ মোড়ে ট্রাকচাপায় রিকশাচালক শাহিন নিহত হয়েছে।

এ ঘটনায় চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে বলে জানান ওসি।

ভালুকা থানার ওসি মামুনুর রশিদ বলেন, শনিবার সকালে ভালুকা উপজেলার ভরাডোবায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস ও ট্রাকের মুখমুখি সংঘর্ষে হুমায়ূন ঘটনাস্থলেই মারা যান।

আর ভরাডোবা এলাকায় মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে অজ্ঞাতপরিচয় একজনের মৃত্যু হয় জানিয়ে তিনি বলেন, এ দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হন।

আহত পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।