ইজতেমায় বিদেশিসহ ২ জনের মৃত্যু

টঙ্গীর তুরাগ তীরে ইজতেমায় যোগ দেওয়া মালয়েশিয়ান এক নাগরিকসহ দুইজনের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2018, 06:29 AM
Updated : 13 Jan 2018, 06:29 AM

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. রেজাউল হক জানান, শুক্রবার  রাত সাড়ে ৯টার দিকে নূরহান বিন আব্দুর রহমান (৫৫) নামের এই মালয়েশিয়ানের মৃত্যু হয়।

ওজু করার পর নামাজের প্রস্তুতি নিতে গিয়ে হঠাৎ তিনি মাটিতে পড়ে যান জানিয়ে চিকিৎসক রেজাউল বলেন, ইজতেমার লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু আনার আগেই তার মৃত্যু হয়।

“তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

এছাড়া লক্ষ্মীপুর সদর উপজেলার চরবাইতা গ্রামের মো. রফিকুল ইসলাম (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে, জানিয়েছেন ইজতেমার মাসলেহাল জামাতের সদস্য মো. আদম আলী।

তিনি বলেন, রফিকুল শুক্রবার রাত ১১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে ওই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে ইজতেমায় যোগ দিতে আসার প্রথম দিনে আরও দুইজনের মৃত্যু হয়।