চাঁদপুরের চরে যাত্রীসহ লঞ্চ আটকা

ঘন কুয়াশায় দিক হারিয়ে চাঁদপুরের হাইমচর উপজেলায় সহস্রাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ আটকে আছে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2018, 10:00 AM
Updated : 12 Jan 2018, 10:12 AM

এমভি জাহিদ-৩ নামের লঞ্চটি উপজেলার সাহেবগঞ্জ চরে বৃহস্পতিবার রাত ২টা থেকে আটকে রয়েছে বলে এর সুপারভাইজার মো. শাহালম জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর টকমকে তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় তারা ঢাকা থেকে ভোলা যাচ্ছিলেন।

“লঞ্চটি রাত ২টায় ঘন কুয়াশার কবলে পড়ে দিক হারিয়ে চরে উঠে যায়। শুক্রবার দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও চর থেকে নামানো যায়নি।”

একই মালিকের আরেকটি লঞ্চ যাত্রীদের উদ্ধার করার জন্য ঘটনাস্থলের উদ্দেশে রওনা হলেও বেলা সাড়ে ৩টা পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছায়নি বলে তিনি জানান।

আর আটকা পড়া লঞ্চটি এখন জোয়ারের আশায় রয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, শুক্রবার বিকালে নদীতে জোয়ার এলে লঞ্চটি চর থেকে নামতে পারবে।

“জোয়ারের জন্যে অপেক্ষা ছাড়া বর্তমানে আর কোনো উপায় নেই।”