বগুড়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় নির্মাণ শ্রমিক নিহত

বগুড়া সদর উপজেলায় আ্যম্বুলেন্সের ধাক্কায় এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে; আহত হয়েছে আরও দুই জন। 

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2018, 08:54 AM
Updated : 12 Jan 2018, 09:15 AM

উপজেলার গোকুল এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কের পাশে একটি সিএনজি ফিলিং স্টেশনে শুক্রবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান জানান।

নিহত জাহিদ হাসান মুরাদের (৩৬) বাড়ি বগুরা শহরের মালতিনগর এলাকায়। তিনি একজন নির্মাণ শ্রমিক বলে পুলিশ জানায়।

আহতদের বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পরিদর্শক কামরুজ্জামান বলেন, বগুড়া থেকে রংপুরগামী একটি পিকনিকের বাস গ্যাস নেওয়ার জন্য বগুড়া-রংপুর মহাসড়কের পাশে একটি সিএনজি ফিলিং স্টেশনে থামে। এ সময় বাসের যাত্রীরা বাস থেকে নেমে বাইরে অপেক্ষা করছিল।

সেখানে একটি অ্যাম্বুলেন্সের চালক গ্যাস নিয়ে কাউন্টারে মূল্য পরিশোধ করেছিলেন।

তিনি বলেন, এ সময় চালকের সহকারী অ্যম্বুলেন্সটি চালানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে ফিলিং স্টেশন চত্বরে দাঁড়িয়ে থাকা পিকনিক বাস যাত্রীদের ধাক্কা দেয়।

“এতে ঘটনাস্থলেই মুরাদের মৃত্যু হয়।”  

খবর পেয়ে পুলিশ গিয়ে অ্যাম্বুলেন্সের চালকের সহকারীকে গ্রেপ্তার করে বলে পরিদর্শক জানান।